নয়াদিল্লি: আসন্ন জনগণনায় জাতভিত্তিক হিসাব অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি (Cabinet Committee on Political Affairs)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, “ভারতের সংবিধান অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় বিষয়। যদিও কয়েকটি রাজ্য ইতিমধ্যেই জাতভিত্তিক সমীক্ষা করেছে, সেগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ায় এসব সমীক্ষা বিভ্রান্তি সৃষ্টি করেছে।” তিনি জানান, জাতভিত্তিক গণনা এবার সরাসরি সরকারি জনগণনার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে যাতে রাজনৈতিক অপব্যবহার এড়ানো যায় এবং স্বচ্ছতা বজায় থাকে। অশ্বিনী বৈষ্ণব বলেন, “এই সিদ্ধান্ত দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে মজবুত করবে। সমাজের অগ্রগতির স্বার্থে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পূর্ববর্তী সরকারগুলো যেখানে এই জাতভিত্তিক গণনা থেকে পিছু হটেছে, বর্তমান সরকার সেখানে সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি পালন করছে।” মন্ত্রী কংগ্রেস পার্টির দিকেও কটাক্ষ ছুড়ে বলেন, “কংগ্রেস সরকার কখনওই জাতভিত্তিক জনগণনার পক্ষে ছিল না। তারা কেবল সমীক্ষা চালিয়েছে, প্রকৃত গণনা করেনি। জাতিভিত্তিক তথ্যকে তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।” উল্লেখযোগ্যভাবে, ১৯৫১ থেকে ২০১১ পর্যন্ত প্রতিটি জনগণনায় শুধুমাত্র অনুস্থিত জাতি (Scheduled Castes) ও জনজাতি (Scheduled Tribes)-এর তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য জাতি সম্পর্কে শেষবার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছিল ১৯৩১ সালের ব্রিটিশ আমলে। এই সিদ্ধান্তের পাশাপাশি মন্ত্রিসভা অসম ও মেঘালয়ের মধ্য দিয়ে জাতীয় সড়ক ০৬ নম্বর বরাবর একটি নতুন উচ্চগতির করিডোর নির্মাণেরও অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে প্রায় ₹২২,৮৬৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
Facebook Comments Box