এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আইনের অধীনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া (SDPI)-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজিকে গ্রেপ্তার করেছে। নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-এর সঙ্গে কথিত মানি লন্ডারিং কার্যকলাপের তদন্তের অংশ হিসেবে সোমবার গভীর রাতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এসডিপিআই-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পিএফআই-এর সঙ্গে সংযোগ থাকার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) আওতায় পিএফআই-কে নিষিদ্ধ ঘোষণা করে।

গ্রেপ্তারির আগে, ২৮ ফেব্রুয়ারি কেরালায় ফাইজির বাসভবনে ইডি অভিযান চালায়। দেশব্যাপী পরিচালিত এই অভিযানে কোপ্পাম থানার সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে ২০ জন পুলিশ সদস্য অংশ নেয়।

এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি আর. এম. কাম্বলে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে “প্রতিহিংসার রাজনীতি” বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার বিরোধীদের দমন করতে এবং সমালোচকদের ভয় দেখানোর জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে।

ফাইজি তার গ্রেপ্তারকে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ বলে বর্ণনা করেছেন। নিষিদ্ধ সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply