BATTI GUL Protest – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Thu, 01 May 2025 11:18:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png BATTI GUL Protest – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে ‘বাতি গুল’ আন্দোলন, নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। https://banglakal.com/waqf/wafq-amendment-act-batti-gul-protest-across-the-country-led-by-all-india-personal-law/ https://banglakal.com/waqf/wafq-amendment-act-batti-gul-protest-across-the-country-led-by-all-india-personal-law/#respond Thu, 01 May 2025 11:18:31 +0000 https://banglakal.com/?p=724 ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বুধবার রাত ৯টায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB)-এর ডাকে সারা দেশে পালিত হলো ‘বাতি গুল’ (বাতি নিভিয়ে) আন্দোলন।

রাত ৯টায়, দেশের নানা শহরের হাজারো বাড়ি, দোকান ও অফিস ১৫ মিনিটের জন্য তাদের আলো নিভিয়ে রাখে, ফলে গোটা পাড়া-প্রতিবেশ অন্ধকারে ডুবে যায়, শুধু রাস্তাঘাটের আলোগুলোই জ্বলতে দেখা যায়।

হায়দরাবাদে এই আন্দোলনে ব্যাপক সাড়া মেলে। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি নিজেও তার বাড়ি ও অফিসের আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হন, স্থানীয় বহু বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে। একই ছবি দেখা যায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) ও মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ে (MANUU)। সেখানে শিক্ষার্থীরা শুধু বাতি নিভিয়েই ক্ষান্ত থাকেনি, ‘কালা কানুন ওয়াপাস লো’ স্লোগানও তোলে, যা থেকে স্পষ্ট ছাত্র সমাজের অসন্তোষ।

দিল্লির জামিয়া নগরের জামাত-এ-ইসলামি হিন্দ-এর সদর দফতরও আলো নিভিয়ে আন্দোলনে সংহতি জানায়।

AIMPLB-এর দাবি, ওয়াকফ আইন এবং তার সংশোধন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি ও স্বায়ত্তশাসনের উপর ‘ব্যবস্থাগত হস্তক্ষেপ’, এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে— দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

]]>
https://banglakal.com/waqf/wafq-amendment-act-batti-gul-protest-across-the-country-led-by-all-india-personal-law/feed/ 0 724