Fear of fake medicine – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Sat, 08 Mar 2025 07:28:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Fear of fake medicine – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 ভ্যাকসিন নেওয়ার পর ৫৪ দিনের শিশুর মৃত্যু, জাল ওষুধ আতঙ্কে প্রশ্ন তুললেন মীনাক্ষী মুখার্জি https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/ https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/#respond Sat, 08 Mar 2025 07:28:23 +0000 https://banglakal.com/?p=222 শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি ও জাল ওষুধের আতঙ্ক নিয়ে কড়া প্রশ্ন তুললেন সিপিআইএম যুব সংগঠন ডি ওয়াই এফ আই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।শুক্রবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।৫৪ দিনের শিশুটির মৃত্যু ঘিরে চাঞ্চল্যবৃহস্পতিবার ক্রান্তি ব্লকের এক স্বাস্থ্যকেন্দ্রে ৫৪ দিনের এক শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরই উত্তাল হয়ে ওঠে লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়। উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয় একটি সরকারি পরিবহন দফতরের বাস।পরিবারের অভিযোগ, শিশুটিকে পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ার পরই সে মায়ের কোলেই নিথর হয়ে পড়ে।রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভশোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে মীনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন—”জাল ওষুধ চক্র সক্রিয়, অথচ রাজ্য সরকার নির্বিকার!””নতুন ব্লক তৈরি হয়েছে ক্রান্তিতে, অথচ উপ-স্বাস্থ্যকেন্দ্রে সঠিক পরিকাঠামো নেই!”এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গাফিলতি এবং জাল ওষুধের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেন মীনাক্ষী মুখার্জি।এখন দেখার বিষয়, শিশুর মৃত্যুর ন্যায়বিচার এবং স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা দূর করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়।

]]>
https://banglakal.com/politics/meenakshi-mukherjee-raised-questions-about-the-death-of-a-54-day-old-child-after-taking-the-vaccine-fear-of-fake-medicine/feed/ 0 222