Fear of rabid dogs – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fri, 07 Mar 2025 16:13:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Fear of rabid dogs – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কে বিলোনিয়া শহর, আক্রান্ত ১৭ https://banglakal.com/state/bilonia-city-in-fear-of-rabid-dogs-infected-17/ https://banglakal.com/state/bilonia-city-in-fear-of-rabid-dogs-infected-17/#respond Fri, 07 Mar 2025 13:57:19 +0000 https://banglakal.com/?p=212 বিলোনিয়া শহরে পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। আর্য কলোনি এলাকা থেকে শুরু হওয়া এই তাণ্ডবে এখনও পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ প্রায় ১৭ জন আহত হয়েছেন।একটার পর একটা হামলায় আক্রান্তরা বিলোনিয়া হাসপাতালে ভিড় জমাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি এলোপাথাড়ি হামলা চালিয়ে একের পর এক পথচারীকে কামড়ে আহত করছে।পরিস্থিতি সামাল দিতে পাগলা কুকুরের খোঁজে নেমেছে বিলোনিয়া পৌর পরিষদের কর্মীরা। তবে এখনও পর্যন্ত কুকুরটিকে ধরা সম্ভব হয়নি।আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। শহরবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন, যাতে কোনও বড় বিপদ ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হয়।এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই বিপদ সামাল দিতে পারে।

]]>
https://banglakal.com/state/bilonia-city-in-fear-of-rabid-dogs-infected-17/feed/ 0 212