India – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 07 May 2025 12:31:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png India – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 অপারেশন সিঁদুর: পাকিস্তান ও পিওকে-তে ভারতীয় ত্রিসেনার সন্ত্রাসবিরোধী অভিযান। https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/ https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/#respond Wed, 07 May 2025 12:31:22 +0000 https://banglakal.com/?p=778

নয়া দিল্লি: এক ঐতিহাসিক ও সমন্বিত ত্রিসেনা অভিযানে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনী গতকাল রাত ১:৪৪ মিনিটে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে নির্ভুল হামলা চালায়। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলার প্রত্যুত্তরে এই অভিযান চালানো হয়, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক, যার মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন, প্রাণ হারান।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ওয়ার রুম থেকে রাতভর এই উচ্চস্তরের অভিযান তদারকি করেছেন, যা মিশনের কৌশলগত গুরুত্ব ও জাতীয় সংকল্পকে স্পষ্ট করে তুলেছে।

এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যা পাহেলগাম হামলায় বিধবা হয়ে যাওয়া নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয়েছে। হামলায় মোট নয়টি স্থাপনা লক্ষ্য করা হয়, যা সন্ত্রাসবাদী প্রশিক্ষণ, রসদ সরবরাহ এবং অপারেশনাল নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হত। এর আগে এই এলাকাগুলোর সঙ্গে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের যোগসূত্র পাওয়া গেছে।

প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ছিল পাকিস্তানের মুরিদকে, যা লস্কর-ই-তৈবা (LeT)-র সদর দফতর, যার নেতৃত্বে রয়েছেন হাফিজ সইদ, এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, যা জইশ-ই-মোহাম্মদ (JeM)-এর কেন্দ্র, যার নেতা রাষ্ট্রপুঞ্জ ঘোষিত সন্ত্রাসী মাসুদ আজহার। এছাড়াও হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য পাকিস্তান-সমর্থিত ছায়া সংগঠনের ঘাঁটিতেও হামলা চালানো হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হামলাগুলি ছিল “কেন্দ্রিক, নিয়ন্ত্রিত এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত”, যেখানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ও পাকিস্তানি সামরিক স্থাপনার মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। লক্ষ্য নির্বাচনে ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “পাহেলগাম হামলার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি।” এই কৌশলগত হামলা ভারতের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে দৃঢ়ভাবে তুলে ধরেছে, এবং পাকিস্তানি রাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়ানোর বার্তাও দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এটি ভারতের বহুমুখী প্রতিক্রিয়া কৌশলের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

ভারতের অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান লাইন অব কন্ট্রোল (LoC)-এ সীমান্তবর্তী এলাকায় গুলি ও গোলাবর্ষণ শুরু করে, যেখানে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান বিগত এক সপ্তাহে একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগেও অভিযুক্ত হয়েছে, যার ফলে সীমান্তে উত্তেজনা বেড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স (পূর্বতন টুইটার)-এ “ভারত মাতার জয়” পোস্ট করেন, আর কিছুক্ষণ পরে ভারতীয় সেনার সরকারি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, “ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। জয় হিন্দ।” দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনলাইন এবং ময়দানের জনসাধারণের প্রতিক্রিয়া এক অভিন্ন জাতীয় গর্ব ও ন্যায়বোধের প্রতিফলন ঘটিয়েছে।

এই অভিযানের সময় ও নির্ভুলতা ভারতের ক্রমবর্ধমান সন্ত্রাসবিরোধী নীতির প্রতিফলন—যেখানে ত্রিসেনার সমন্বয়, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার, এবং রাজনৈতিক সদিচ্ছার এক মিশ্রণ দেখা যাচ্ছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের পথে না গিয়ে কঠোর জবাব দিতে সক্ষম।

পাহেলগামের বর্বরোচিত হামলার প্রায় দুই সপ্তাহ পরে নেওয়া এই পদক্ষেপ শত্রু পক্ষের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে—ভারত আর চুপ থাকবে না, নাগরিকদের প্রাণনাশ হলে উপযুক্ত জবাব দেবে। শোকাহত দেশের কাছে সরকারের বার্তা একটাই: ভারত কাজ করবে, এবং ন্যায় প্রতিষ্ঠা করবে।

]]>
https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/feed/ 0 778
ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে শুনানি স্থগিত, ১৫ মে হবে শুনানি: সুপ্রিম কোর্ট। https://banglakal.com/waqf/supreme-court-postpones-hearing-on-waqf-amendment-act-petitions-to-may-15/ https://banglakal.com/waqf/supreme-court-postpones-hearing-on-waqf-amendment-act-petitions-to-may-15/#respond Mon, 05 May 2025 12:08:30 +0000 https://banglakal.com/?p=753


ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক মামলার শুনানি স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। নতুন করে ১৫ মে বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি শোনা হবে। বিচারপতি গাভাই শিগগিরই ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন।

বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ৫ মে শুনানিতে বলেন, “আমি অবসর নিচ্ছি, তাই অন্তর্বর্তী রায় সংরক্ষণ করতে চাই না। দ্রুত শুনানি দরকার, কিন্তু আমি তা দেখব না। সব পক্ষ রাজি হলে বিচারপতি গাভাইয়ের বেঞ্চে বিষয়টি তোলা হবে।” উভয় পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল, এ.এম. সিংভি এবং কেন্দ্রের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা এতে সম্মতি জানান।

শীর্ষ আদালত জানায়, আপাতত পাঁচটি আবেদনই পরবর্তী শুনানিতে নেওয়া হবে, নতুন আবেদন গ্রহণ করা হবে না। “একই বিষয়ে শত শত আবেদন দেখা সম্ভব নয়,” বলে আদালত মন্তব্য করে।

আগের শুনানিতে কপিল সিব্বল যুক্তি দেন, বহু শতাব্দী প্রাচীন মসজিদ-দরগাহের মতো ধর্মীয় স্থানগুলোর নথিপত্র না থাকলেও জনসাধারণ সেগুলোকে ওয়াকফ হিসেবে ব্যবহার করে এসেছে, তাই “ওয়াকফ বাই ইউজার” ধারাটি বাদ দেওয়া সমস্যা তৈরি করবে।

কেন্দ্রের পক্ষে তুষার মেহতা বলেন, নতুন বিধান শুধু ভবিষ্যতের জন্য প্রযোজ্য এবং পূর্বে নথিভুক্ত সম্পত্তি ওয়াকফ হিসেবে থাকবে। তিনি জানান, সংসদে এই আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দিয়েছেন।

ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ হয়। প্রধান বিচারপতি খন্না বলেন, “হিন্দু ধর্মীয় বোর্ডে কি অ-হিন্দুদের রাখা হবে?” — বিষয়টির সংবেদনশীলতার দিকটি তুলে ধরে আদালত প্রস্তাব করে যে কেবল সরকারি পদে থাকা সদস্য ছাড়া সকল নিয়মিত সদস্য মুসলিম হওয়া উচিত।

কেন্দ্র আদালতকে আশ্বাস দেয়, নতুন করে কোনো নিয়োগ এখনই করা হবে না এবং বিদ্যমান ওয়াকফ সম্পত্তিতে কোনো প্রভাব পড়বে না। আদালত এই বক্তব্য রেকর্ডে রাখে।

এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি, দিল্লির বিধায়ক আমানতুল্লাহ খান, জামিয়ত উলেমা-ই-হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং ডিএমকে, আরজেডি, সিপিআই-র মতো বিরোধী দলগুলি এই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছে। বিপরীতে অসম, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, মহারাষ্ট্রের বিজেপি-শাসিত সরকারগুলি সংশোধিত আইনকে সমর্থন করেছে।

প্রধান আপত্তিগুলোর মধ্যে রয়েছে “ওয়াকফ বাই ইউজার” প্রভিশন বাতিল, অ-মুসলিমদের বোর্ডে অন্তর্ভুক্তি, নারী সদস্য সীমিত করা, ওয়াকফ সৃষ্টিতে পাঁচ বছর মুসলিম অনুশীলনকারী থাকার শর্ত, প্রত্নতাত্ত্বিক বা আদিবাসী জমিতে ওয়াকফের সীমাবদ্ধতা এবং সরকারের ভূমি বিরোধ মেটানোর ক্ষমতা বৃদ্ধি।


]]>
https://banglakal.com/waqf/supreme-court-postpones-hearing-on-waqf-amendment-act-petitions-to-may-15/feed/ 0 753
সুপ্রিম কোর্টের বড় রায়: অসমের ‘বিদেশি’ মামলা বাতিল, আগের রায়ই চূড়ান্ত। https://banglakal.com/nation/supreme-court-quashes-assam-foreigner-case-calls-fresh-proceedings-an-abuse-of-law/ https://banglakal.com/nation/supreme-court-quashes-assam-foreigner-case-calls-fresh-proceedings-an-abuse-of-law/#respond Mon, 05 May 2025 11:02:22 +0000 https://banglakal.com/?p=742


সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টের এক আদেশ খারিজ করে দিয়েছে, যেখানে আসামের বিদেশি ট্রাইব্যুনালের মামলার কার্যক্রম বন্ধ করার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ওই মামলাটি ‘রেস জুডিকাটা’-এর আওতায় পড়ে, কারণ অভিযুক্ত তারাভানু খাতুনকে আগেই এক মামলায় ভারতীয় বলে ঘোষণা করা হয়েছিল।

শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে, “বিদেশি ট্রাইব্যুনালের কার্যক্রম আইনপ্রক্রিয়ার অপব্যবহার ছাড়া আর কিছু নয়,” এবং স্পষ্ট করেছে, যতক্ষণ না আগের রায় বহাল থাকে, ততক্ষণ একই বিষয়ে নতুন মামলা শুরু করা যায় না।

২০১৬ সালে তারাভানু খাতুনের বিরুদ্ধে ২৫ মার্চ ১৯৭১-এর পর অসমে প্রবেশের অভিযোগে বিদেশি আইন, ১৯৪৬-এর আওতায় মামলা শুরু হয়। তবে নলবাড়ি (মুকালমুয়া) বিদেশি ট্রাইব্যুনাল ৩১ আগস্ট ২০১৬ সালের চূড়ান্ত রায়ে জানায়, তিনি বিদেশি নন। ট্রাইব্যুনাল জানায়, রাজ্যপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি, আর খাতুনের দাখিল করা দলিলপত্র ও মৌখিক সাক্ষ্য (যেমন ১৯৭১-এর আগে ভোটার তালিকায় তার বাবা-মায়ের নাম এবং ১৯৮৫ থেকে তার ভোটার রেকর্ড) যথেষ্ট প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে।

তবু, ১৫ ডিসেম্বর ২০১৮-তে তার বিরুদ্ধে আবার নোটিস জারি হয় এবং নতুন মামলা রুজু হয়। তিনি এই দ্বিতীয় মামলার বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট যদিও আগের ঘোষণার কথা স্বীকার করে, তবে পিটিশন খারিজ করে দিয়ে জানান যে তিনি নতুন মামলায় ট্রাইব্যুনালের সামনে তার বক্তব্য রাখতে পারেন।

এরপর খাতুন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সিনিয়র অ্যাডভোকেট পি ভি সুরেন্দ্রনাথ, খাতুনের পক্ষে যুক্তি দেন যে, আগের মামলার রায় চূড়ান্ত এবং তা বহাল থাকা অবস্থায় একই ভিত্তিতে নতুন মামলা শুরু করার কোনো যৌক্তিকতা নেই। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট দেবজ্যোতি বরকটাকি বলেন, আগের ট্রাইব্যুনালের রায় সংক্ষিপ্ত ছিল এবং সঠিকভাবে প্রমাণ বিশ্লেষণ করা হয়নি, তাই তা বাধ্যতামূলক নয়।

সুপ্রিম কোর্ট এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, রাজ্যের একমাত্র আইনি পথ ছিল আগের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা বা তা বাতিলের আবেদন করা। কোনো পুনর্বিবেচনার ব্যবস্থা না থাকায়, একই বিষয়ে দ্বিতীয় মামলা করা অবৈধ।

শীর্ষ আদালত জানায়, ২০১৮ সালের মামলা আইনপ্রক্রিয়ার অপব্যবহার, এবং তা খারিজ করে হাইকোর্টের ৩১ মে ২০২৩ সালের আদেশ আংশিকভাবে বাতিল করে দেয়।

রায়ে বলা হয়েছে, ‘‘৩১ মে ২০২৩ তারিখের হাইকোর্টের আদেশ, যেখানে পরবর্তী মামলাটি বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হচ্ছে।’’


]]>
https://banglakal.com/nation/supreme-court-quashes-assam-foreigner-case-calls-fresh-proceedings-an-abuse-of-law/feed/ 0 742
জাতীয় জনগণনায় অন্তর্ভুক্ত হচ্ছে জাতভিত্তিক তথ্য, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। https://banglakal.com/communalism/cabinet-approves-caste-survey-in-upcoming-population-census/ https://banglakal.com/communalism/cabinet-approves-caste-survey-in-upcoming-population-census/#respond Wed, 30 Apr 2025 13:37:03 +0000 https://banglakal.com/?p=701

নয়াদিল্লি: আসন্ন জনগণনায় জাতভিত্তিক হিসাব অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি (Cabinet Committee on Political Affairs)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, “ভারতের সংবিধান অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় বিষয়। যদিও কয়েকটি রাজ্য ইতিমধ্যেই জাতভিত্তিক সমীক্ষা করেছে, সেগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ায় এসব সমীক্ষা বিভ্রান্তি সৃষ্টি করেছে।” তিনি জানান, জাতভিত্তিক গণনা এবার সরাসরি সরকারি জনগণনার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে যাতে রাজনৈতিক অপব্যবহার এড়ানো যায় এবং স্বচ্ছতা বজায় থাকে। অশ্বিনী বৈষ্ণব বলেন, “এই সিদ্ধান্ত দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে মজবুত করবে। সমাজের অগ্রগতির স্বার্থে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পূর্ববর্তী সরকারগুলো যেখানে এই জাতভিত্তিক গণনা থেকে পিছু হটেছে, বর্তমান সরকার সেখানে সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি পালন করছে।” মন্ত্রী কংগ্রেস পার্টির দিকেও কটাক্ষ ছুড়ে বলেন, “কংগ্রেস সরকার কখনওই জাতভিত্তিক জনগণনার পক্ষে ছিল না। তারা কেবল সমীক্ষা চালিয়েছে, প্রকৃত গণনা করেনি। জাতিভিত্তিক তথ্যকে তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।” উল্লেখযোগ্যভাবে, ১৯৫১ থেকে ২০১১ পর্যন্ত প্রতিটি জনগণনায় শুধুমাত্র অনুস্থিত জাতি (Scheduled Castes) ও জনজাতি (Scheduled Tribes)-এর তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য জাতি সম্পর্কে শেষবার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছিল ১৯৩১ সালের ব্রিটিশ আমলে। এই সিদ্ধান্তের পাশাপাশি মন্ত্রিসভা অসম ও মেঘালয়ের মধ্য দিয়ে জাতীয় সড়ক ০৬ নম্বর বরাবর একটি নতুন উচ্চগতির করিডোর নির্মাণেরও অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে প্রায় ₹২২,৮৬৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

]]>
https://banglakal.com/communalism/cabinet-approves-caste-survey-in-upcoming-population-census/feed/ 0 701