Operation Sindoor – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 07 May 2025 12:31:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Operation Sindoor – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 অপারেশন সিঁদুর: পাকিস্তান ও পিওকে-তে ভারতীয় ত্রিসেনার সন্ত্রাসবিরোধী অভিযান। https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/ https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/#respond Wed, 07 May 2025 12:31:22 +0000 https://banglakal.com/?p=778

নয়া দিল্লি: এক ঐতিহাসিক ও সমন্বিত ত্রিসেনা অভিযানে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনী গতকাল রাত ১:৪৪ মিনিটে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে নির্ভুল হামলা চালায়। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলার প্রত্যুত্তরে এই অভিযান চালানো হয়, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক, যার মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন, প্রাণ হারান।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ওয়ার রুম থেকে রাতভর এই উচ্চস্তরের অভিযান তদারকি করেছেন, যা মিশনের কৌশলগত গুরুত্ব ও জাতীয় সংকল্পকে স্পষ্ট করে তুলেছে।

এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যা পাহেলগাম হামলায় বিধবা হয়ে যাওয়া নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয়েছে। হামলায় মোট নয়টি স্থাপনা লক্ষ্য করা হয়, যা সন্ত্রাসবাদী প্রশিক্ষণ, রসদ সরবরাহ এবং অপারেশনাল নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হত। এর আগে এই এলাকাগুলোর সঙ্গে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের যোগসূত্র পাওয়া গেছে।

প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ছিল পাকিস্তানের মুরিদকে, যা লস্কর-ই-তৈবা (LeT)-র সদর দফতর, যার নেতৃত্বে রয়েছেন হাফিজ সইদ, এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, যা জইশ-ই-মোহাম্মদ (JeM)-এর কেন্দ্র, যার নেতা রাষ্ট্রপুঞ্জ ঘোষিত সন্ত্রাসী মাসুদ আজহার। এছাড়াও হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য পাকিস্তান-সমর্থিত ছায়া সংগঠনের ঘাঁটিতেও হামলা চালানো হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হামলাগুলি ছিল “কেন্দ্রিক, নিয়ন্ত্রিত এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত”, যেখানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ও পাকিস্তানি সামরিক স্থাপনার মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। লক্ষ্য নির্বাচনে ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “পাহেলগাম হামলার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি।” এই কৌশলগত হামলা ভারতের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে দৃঢ়ভাবে তুলে ধরেছে, এবং পাকিস্তানি রাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়ানোর বার্তাও দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এটি ভারতের বহুমুখী প্রতিক্রিয়া কৌশলের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

ভারতের অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান লাইন অব কন্ট্রোল (LoC)-এ সীমান্তবর্তী এলাকায় গুলি ও গোলাবর্ষণ শুরু করে, যেখানে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান বিগত এক সপ্তাহে একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগেও অভিযুক্ত হয়েছে, যার ফলে সীমান্তে উত্তেজনা বেড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স (পূর্বতন টুইটার)-এ “ভারত মাতার জয়” পোস্ট করেন, আর কিছুক্ষণ পরে ভারতীয় সেনার সরকারি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, “ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। জয় হিন্দ।” দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনলাইন এবং ময়দানের জনসাধারণের প্রতিক্রিয়া এক অভিন্ন জাতীয় গর্ব ও ন্যায়বোধের প্রতিফলন ঘটিয়েছে।

এই অভিযানের সময় ও নির্ভুলতা ভারতের ক্রমবর্ধমান সন্ত্রাসবিরোধী নীতির প্রতিফলন—যেখানে ত্রিসেনার সমন্বয়, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার, এবং রাজনৈতিক সদিচ্ছার এক মিশ্রণ দেখা যাচ্ছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধের পথে না গিয়ে কঠোর জবাব দিতে সক্ষম।

পাহেলগামের বর্বরোচিত হামলার প্রায় দুই সপ্তাহ পরে নেওয়া এই পদক্ষেপ শত্রু পক্ষের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে—ভারত আর চুপ থাকবে না, নাগরিকদের প্রাণনাশ হলে উপযুক্ত জবাব দেবে। শোকাহত দেশের কাছে সরকারের বার্তা একটাই: ভারত কাজ করবে, এবং ন্যায় প্রতিষ্ঠা করবে।

]]>
https://banglakal.com/nation/operation-sindoor-india-strikes-tri-services-operation-targets-terror-camps-in-pakistan-and-pok/feed/ 0 778