Phule Film – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Thu, 01 May 2025 12:10:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Phule Film – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 প্রয়াগরাজে দলিত সাংবাদিকের উপর হামলা, পিভিআর সিনেমাসে ‘ফুলে’ সিনেমার রিভিউ নেওয়ার সময় মারধর, ক্ষোভ ছড়ালো সর্বত্র। https://banglakal.com/communalism/dalit-journalist-allegedly-assaulted-by-pvr-staff-in-prayagraj-while-reviewing-phule-film/ https://banglakal.com/communalism/dalit-journalist-allegedly-assaulted-by-pvr-staff-in-prayagraj-while-reviewing-phule-film/#respond Thu, 01 May 2025 12:10:37 +0000 https://banglakal.com/?p=732 প্রয়াগরাজের পিভিআর সিনেমা ‘ফুলে’ সিনেমার দর্শক প্রতিক্রিয়া নেওয়ার সময় দলিত সাংবাদিক সঞ্জয় আম্বেদকরের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের স্রোত বইছে, দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠছে।

সঞ্জয়, যিনি ‘ভীমরাজ দস্তক’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান, দর্শকদের প্রতিক্রিয়া জানতে হলে যান। তিনি লক্ষ্য করেছিলেন, সিনেমা হলে ‘ফুলে’ সিনেমার কোনো পোস্টার বা প্রচারমূলক সামগ্রী নেই। দর্শকদের সঙ্গে কথা বলার সময় পিভিআরের কর্মী ও বাউন্সাররা তাকে বাধা দেয় বলে অভিযোগ।

দ্য মুকনায়ক-এর সঙ্গে কথা বলার সময় সঞ্জয় বলেন, “আমি ‘ফুলে’ সিনেমার রিভিউ নিতে গিয়েছিলাম। যখন কিছু দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তখন হঠাৎ আমাকে থামিয়ে দেওয়া হয়। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারা আমাদের মারধর শুরু করে।”

তিনি আরও জানান, তার সহকর্মী রবি কুমারের উপর প্রথমে হামলা হয়, এবং সঞ্জয় বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। “আমাদের টেনে তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়, সেখানে আমাদের গায়ে হাত তোলা হয়। কোনোভাবে আমি পালিয়ে গিয়ে প্রশাসনকে খবর দিই, আর রবি কুমারকে আধ ঘণ্টা আটকে রাখা হয়েছিল,” বলেন সঞ্জয়।

ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে পিভিআর স্টাফ ও বাউন্সারদের হামলা করতে দেখা গেছে। সঞ্জয় জানান, “আমরা অফিসিয়ালি অভিযোগ দায়ের করেছি, এফআইআর হয়েছে, তদন্ত চলছে।”

তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “সারা দেশে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। ফতেহপুরে দিলীপ সাইনি খুন হয়েছেন, মূকেশ চন্দ্রকারকে হত্যা করা হয়েছে, সীতাপুরে রঘবেন্দ্র বাজপেয়ীকে গুলি করে মারা হয়েছে। যোগী সরকারের রাজত্বে সাংবাদিকরা আর সুরক্ষিত নয়। এখন কি সিনেমার রিভিউ নেওয়াও অপরাধ?”

প্রয়াগরাজ সিটি ডিসিপি এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “অভিযোগ পাওয়ার ভিত্তিতে সিভিল লাইন্স থানায় এফআইআর হয়েছে, আইনানুগ পদক্ষেপ চলছে।”

পুলিশ জানিয়েছে, রবি কুমারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, এফআইআরে পিভিআরের অজ্ঞাতপরিচয় কর্মীদের নাম রয়েছে। ভারতীয় দণ্ডবিধি (BNS 2023) ও তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ (সংশোধন ২০১৫)-এর অধীনে মামলা রুজু হয়েছে।

উল্লেখযোগ্য যে, ‘ফুলে’ সিনেমা নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল, বিশেষ করে কয়েকটি ব্রাহ্মণ গোষ্ঠী সিনেমার বিরোধিতা ও বয়কটের ডাক দিয়েছিল, যার জেরে কিছু সম্পাদনা ও পরিবর্তনও করা হয়েছে সিনেমায়।


]]>
https://banglakal.com/communalism/dalit-journalist-allegedly-assaulted-by-pvr-staff-in-prayagraj-while-reviewing-phule-film/feed/ 0 732