Teliamura – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 23 Apr 2025 12:22:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Teliamura – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 নির্বিচারে বন ধ্বংস, তেলিয়ামুড়ায় বাড়িতে ঢুকে পড়ল লেপার্ড ক্যাট। https://banglakal.com/state/indiscriminate-forest-destruction-leopard-cat-enters-house-in-teliamura/ https://banglakal.com/state/indiscriminate-forest-destruction-leopard-cat-enters-house-in-teliamura/#respond Wed, 23 Apr 2025 12:22:29 +0000 https://banglakal.com/?p=616

তেলিয়ামুড়া, খোয়াই: নির্বিচারে বন ধ্বংস যে কীভাবে জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে, তারই এক জ্বলন্ত উদাহরণ উঠে এলো তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে। বুধবার গভীর রাতে ওই এলাকার এক বাড়িতে আচমকাই ঢুকে পড়ে একটি বাঘের মতো দেখতে বিরল প্রজাতির বন্যপ্রাণী। হঠাৎ এই ঘটনা প্রত্যক্ষ করে আতঙ্কে চিৎকার শুরু করেন বাড়ির সদস্যরা, তাঁদের ডাকে ছুটে আসেন আশেপাশের লোকজন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্ঘবদ্ধ চেষ্টায় প্রাণীটিকে আটক করা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। তাঁরা ওই প্রাণীটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের রেঞ্জ অফিসে। বনদপ্তরের এক ফরেস্ট অফিসার জানান, উদ্ধার হওয়া প্রাণীটি একটি বিরল প্রজাতির ‘লেপার্ড ক্যাট’। বর্তমানে প্রাণীটিকে বনদপ্তরের রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, “প্রতিদিন যেভাবে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, তাতে এই ধরনের বন্যপ্রাণীরা তাদের আবাসস্থল হারিয়ে লোকালয়ে চলে আসছে। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের বন ও পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ছে।

]]>
https://banglakal.com/state/indiscriminate-forest-destruction-leopard-cat-enters-house-in-teliamura/feed/ 0 616