Under house construction – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 05 Mar 2025 11:59:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png Under house construction – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 কাটমানি না দেওয়ায় নির্মীয়মান বাড়িতে ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ: https://banglakal.com/politics/complaints-of-vandalism-of-the-house-under-construction-due-to-non-payment-of-cut-police-investigating/ https://banglakal.com/politics/complaints-of-vandalism-of-the-house-under-construction-due-to-non-payment-of-cut-police-investigating/#respond Wed, 05 Mar 2025 11:59:15 +0000 https://banglakal.com/?p=97 মালদা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন এক উপভোক্তা। কিন্তু কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার নির্মীয়মান বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।ঘটনাটি মালদার বামনগোলা ব্লকের হরিপুর এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় উপভোক্তার কাছে ২০ হাজার টাকা কাটমানি দাবি করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি টাকা দিতে রাজি হননি। এরপরই, তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুর চালিয়েছে।রাজনৈতিক প্রতিক্রিয়াএই ঘটনার পর বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।বিজেপির মন্ডল টু-এর সভাপতি তপন মণ্ডল অভিযোগ করেন,”তৃণমূল সরকার মানেই কাটমানির সরকার। কাটমানি চাওয়াটাই স্বাভাবিক। তবে মানুষ এর জবাব দেবে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু বলেন,”বামনগোলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা কোনো দল দেখি না। যদি কেউ অপরাধ করে এবং দোষী প্রমাণিত হয়, তাহলে সে তৃণমূলের হলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সব কিছুতেই রাজনীতি করে, এটাই তাদের কাজ।”পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়াঅভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও মৌখিকভাবে অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://banglakal.com/politics/complaints-of-vandalism-of-the-house-under-construction-due-to-non-payment-of-cut-police-investigating/feed/ 0 97