VHP – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Mon, 17 Mar 2025 11:23:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG-32x32.png VHP – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 অরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুললেন তন্ত্রপীঠাধীশ্বর অনিকেত শাস্ত্রী মহারাজ https://banglakal.com/communalism/hindu-seer-calls-for-demolition-of-auranzebs-tomb-labels-him-cruel-ruler/ https://banglakal.com/communalism/hindu-seer-calls-for-demolition-of-auranzebs-tomb-labels-him-cruel-ruler/#respond Mon, 17 Mar 2025 11:23:01 +0000 https://banglakal.com/?p=423 ত্র্যম্বকেশ্বরের তন্ত্রপীঠাধীশ্বর অনিকেত শাস্ত্রী মহারাজ মহারাষ্ট্র থেকে মুঘল শাসক অরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছেন। তিনি বলেছেন, “অরঙ্গজেব ছিলেন নির্মম শাসক, যিনি মারাঠাদের, বিশেষ করে ছত্রপতি সাম্ভাজী মহারাজের প্রতি চরম নিষ্ঠুরতা দেখিয়েছিলেন।”

রবিবার তিনি বলেন, “অরঙ্গজেব হিন্দুদের ওপর প্রচণ্ড অত্যাচার চালিয়েছিলেন। তার সমাধির মহারাষ্ট্রে কোনো স্থান নেই, এটি অবিলম্বে ধ্বংস করা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন যে, অরঙ্গজেব শুধু সাম্ভাজী মহারাজের ওপর অত্যাচারই চালাননি, বরং নিজের বাবা এবং ভাইকেও হত্যা করেছিলেন।

শাস্ত্রী মহারাজের এই দাবিকে সমর্থন জানিয়েছে হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও বজরং দল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সরকার এই বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে হিন্দুত্ববাদী শক্তি ও ছত্রপতি শিবাজী মহারাজের অনুগামীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে।”

]]>
https://banglakal.com/communalism/hindu-seer-calls-for-demolition-of-auranzebs-tomb-labels-him-cruel-ruler/feed/ 0 423