শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল মানিকচকের বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ইউনিট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার পর এসএফআই রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তারই প্রতিবাদে আজ মানিকচকের মথুরাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই।এ প্রসঙ্গে মানিকচক এসএফআই ইউনিটের সভাপতি দীপঙ্কর ঘোষ জানান, “তৃণমূলের নারকীয় অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। রাজ্য নেতৃত্বকে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পিষে মারার চিত্র গোটা রাজ্য দেখেছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম, কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী ধর্মঘটকে ব্যর্থ করতে একের পর এক অত্যাচার চালিয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়ে যাচ্ছে।”তিনি আরও বলেন, “আজকের কর্মসূচি শুধুই শুরু, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব।”

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply