দিল্লির লক্ষ্মী নগরে সোমবার গভীর রাতে এক আরবি শিক্ষকের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। মোহাম্মদ উবায়দুল্লাহ নামে ২৫ বছর বয়সী ওই শিক্ষক টিউশনের পর বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার মোটরবাইক থামিয়ে আক্রমণ চালায়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে এবং তারা ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছিল। উবায়দুল্লাহ বলেন, “ওরা আমাকে ঘিরে ধরে ‘কাঠমোল্লা’ ও ‘পাকিস্তানি’ বলে গালাগাল করে। এক ব্যক্তি আমার দিকে পিস্তল তাক করে। তারপর আমাকে মাটিতে ফেলে লাথি ও ঘুষি মারে, চোখে আঘাত করে। কোনোরকমে আমি পালিয়ে যাই, তবে বাইক রেখে আসতে বাধ্য হই।”

উবায়দুল্লাহ ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোনও এফআইআর (FIR) নথিভুক্ত করা হয়নি বলে দাবি করেছেন। এছাড়া, তিনি এলাকার সিসিটিভি ফুটেজ চাইলেও পুলিশ তা দিতে অস্বীকৃতি জানায়।

“আমি শান্তিপ্রিয়, আইন মেনে চলা নাগরিক। এমন অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। হামলাকারীদের আচরণে আমি মর্মাহত। আমি শিক্ষক, আর আমি চাই না ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের উদাহরণ দেখে বড় হোক,”— অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এই ঘটনার পর এখনও পর্যন্ত পুলিশ কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি, যার ফলে উবায়দুল্লাহ ন্যায়বিচারের জন্য অপেক্ষায় আছেন।


Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply