বিহারের মধুবনী জেলার বিসফি কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌল সোমবার (১১ মার্চ) বিতর্কিত মন্তব্য করে বলেন, “এ বছর হোলি শুক্রবার পড়েছে, তাই মুসলমানদের ঘরের ভেতরে থাকা উচিত।”
তিনি বলেন, “আমি মুসলমানদের উদ্দেশে বলতে চাই—বছরে ৫২টি শুক্রবার আছে। তার মধ্যে একটি হোলির সঙ্গে মিলে গেছে। হিন্দুরা যাতে শান্তিতে উৎসব উদযাপন করতে পারে, তারা যেন এতে বাধা না দেন। যদি তাদের গায়ে রঙ লাগলে আপত্তি থাকে, তবে তারা ঘরে থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এটি জরুরি।”
রমজান ও শুক্রবারের নামাজ নিয়ে মন্তব্য
ঠাকুর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “তারা রঙ বিক্রি করে টাকা উপার্জন করতে খুশি, কিন্তু যদি তাদের পোশাকে সামান্য রঙ লাগে, তবে তারা দোজখের (নরকের) ভয় পায়।”
বিরোধীদের কড়া প্রতিক্রিয়া
ঠাকুরের এই বক্তব্যের পর বিরোধী দলগুলোর তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।
আরজেডি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ইসরাইল মনসুরী এই মন্তব্যকে “সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা” বলে অভিহিত করেন।
তিনি বলেন, “হিন্দু ও মুসলমানদের মধ্যে কখনো উৎসব নিয়ে সমস্যা হয়নি। হিন্দুরা আমাদের ইফতার পার্টিতে অংশ নেন। তাহলে বিজেপি বিধায়ক মুসলমানদের নিয়ে এত উদ্বিগ্ন কেন? এরা শুধু রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এবং নিজেদের ‘সনাতন ধর্মের রক্ষক’ হিসেবে তুলে ধরতে চায়।”
শান্তি বজায় রাখার আশ্বাস সরকারের
এদিকে, বিহারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও জেডিইউ নেতা জামা খান বলেন, “উৎসবের সময় রাজ্যে শান্তি বজায় রাখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপ্রিয় ঘটনা ঘটতে দেওয়া হবে না।”
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্ক রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানানো হয়েছে।