মানবতার অনন্য নজির গড়লেন নদিয়ার পলাশির নাসিম মালিতা বয়স ২৭ বছর। রমজানের পবিত্র মাসে রোজা রেখে থাকা সত্ত্বেও, এক হিন্দু মহিলা সঙ্গীতা ঘোষের জীবন বাঁচাতে রক্তদান করলেন তিনি। ঘটনাটি ঘটেছে রবিবার, কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে। সঙ্গীতা ঘোষ, যিনি মজদিয়ার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল। তার ছেলে সঞ্জু ঘোষ সাহায্যের জন্য Emergency Blood Service (EBS) নামক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এই সংস্থার নিয়মিত রক্তদাতা নাসিম, কোনো দ্বিধা না করেই সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি না জেনে বা প্রশ্ন না করেই নিজের রক্ত দান করেন, ধর্ম-পরিচয় সম্পূর্ণ উপেক্ষা করে। EBS-এর সম্পাদক সুবীর সেন জানিয়েছেন, ২০১৬ সালে মাত্র পাঁচজন সদস্য নিয়ে শুরু হওয়া এই সংস্থা বর্তমানে ১৫,০০০ সদস্যের পরিবারে পরিণত হয়েছে। এখানে কোনো ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ নেই, বরং মানবতাই তাদের একমাত্র লক্ষ্য। সঙ্গীতার ছেলে সঞ্জু ঘোষ আবেগি হয়ে বলেন, “নাসিমদা, তোমাকে ধন্যবাদ। আমার বিশ্বাস, জীবন বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম। জাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে মানবতা সবার আগে।” ধর্মের নামে যখন বিভাজনের রাজনীতি চর্চিত হয়, তখন নাসিমের এই নিঃস্বার্থ মানবসেবা আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের বিশ্বাস মানবতাকেই অগ্রাধিকার দেয়। তার এই কাজ সমাজে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিল।
Facebook Comments Box