সোমবার ব্যালারিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমে বিশাল প্রতিবাদে অংশ নেন। প্রতিবাদ সভায় ব্যালারি রুরাল বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বি. নাগেন্দ্র বলেন, “কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী আইন প্রয়োগ করতে চাইছে, তা ভারতের সংবিধানের উপর আঘাত। এটি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার এক অপচেষ্টা। আমরা এই আইন কখনও বাস্তবায়ন হতে দেব না।” তিনি আরও বলেন, “আমার সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা আছে। রাজ্য সরকার মুসলিমদের পাশে আছে। কর্ণাটকে নরেন্দ্র মোদীর অপচেষ্টা আমরা সফল হতে দেব না। আমি মোদীর সামনে কখনও মাথা নত করব না।” অন্যদিকে ব্যালারির আরেক বিধায়ক নারা ভারত রেড্ডি বলেন, “দেশের স্বাধীনতার জন্য মুসলিমরা প্রাণ বিসর্জন দিয়েছেন। এবার সংখ্যালঘু মুসলিমদের অধিকার রক্ষায় আমরা জীবন দিয়ে লড়াই করব।” এই প্রতিবাদ কর্মসূচি সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও ধর্মীয় সংস্থাগুলোর উপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ অবস্থান হয়ে উঠেছে বলে মত বিশ্লেষকদের।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply