পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং কালিয়াচক দুই নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় শুরু হল গঙ্গা স্বচ্ছতা ২০২৫ কর্মসূচি। নয়াবাজার হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখার বার্তা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। গঙ্গা স্বচ্ছতাকে কেন্দ্র করে আজ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় বন্যার জলে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও, নদীর ঘাট, রাস্তাঘাট, নিকাশি নালা এবং বিদ্যালয় সংলগ্ন স্থানগুলি সাফাই করা হয়। ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা দেন এবং স্থানীয় মানুষকে গঙ্গার স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার নিতে উৎসাহিত করেন। আজকের এই অনুষ্ঠানে ব্লকের ১৭টি স্কুলের ছাত্রছাত্রীদের আহ্বান করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা মিলে সাফাই অভিযানে অংশ নেন। নাচ, গান, কবিতা, আবৃত্তি, অঙ্কন, কুইজ এবং শপথ গ্রহণের মতো নানা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। “গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার” শীর্ষক থিমের উপর ভিত্তি করে শপথ পাঠ করেন সকল ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, নয়া বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক আফসানা পারভিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। গঙ্গা স্বচ্ছতা কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সমাজের সবস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ গঙ্গা নদী রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply