বাঁকুড়া জেলার ইন্দাস কালীবাড়ি সমিতিতে প্রতি বছরের মতো এই বছরেও মহাসাড়ম্বরে পালিত হল নৃত্যধারা কালচারাল একাডেমী আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব ২০২৫।
সকালে এক বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে সূচনা হয় এই উৎসবের। এরপর “রাঙিয়ে দিয়ে যাও” শিরোনামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নব বসন্তকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, এবং ইন্দাস গ্রামের অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ। একাডেমির সম্পাদক মাননীয় আনন্দকুমার পণ্ডিত ও কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার জানান, এই বসন্ত বরণ উৎসবের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংস্কৃতির মাহাত্ম্য পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, বসন্তের বর্ণময়তা ও সৌন্দর্যের মতোই সকলের হৃদয়ে প্রসারিত হোক সম্প্রীতি ও সংস্কৃতির আলো।