মালদা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। আগামী ৭, ৮, ৯ ও ১০ই এপ্রিল চার দিনব্যাপী এই অলিম্পিক অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি পর্যবেক্ষণে শনিবার সকালে মাঠ পরিদর্শনে আসেন স্টেট গেমস চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা এবং আরও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। বেঙ্গল অলিম্পিকের বিভিন্ন প্রতিযোগিতার জন্য জেলার একাধিক মাঠ ও ভেন্যু নির্বাচিত হয়েছে। বৃন্দাবনী মাঠ, মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ, বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ, জেলা ক্রীড়া সংস্থার মাঠ, সাহাপুর পাবনা পাড়া মাঠ, সুইমিং পুল এবং ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথমে বৃন্দাবনী মাঠে পরিদর্শনে এসে মাঠের পরিকাঠামো, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং অফিসিয়ালদের ব্যবস্থার বিষয়ে খতিয়ে দেখেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মাঠেও পরিদর্শন করেন কর্তৃপক্ষ। তারা নিশ্চিত করেন, প্রতিটি ভেন্যুর পরিকাঠামো এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে খেলোয়াড় ও অফিসিয়ালদের কোনো অসুবিধা না হয়। বেঙ্গল অলিম্পিকে ২৮-২৯ প্রকার গেমস অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে টেবিল টেনিস, লং টেনিস, যোগা, হকি, সুইমিং সহ আরও বহু প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫,৫০০ খেলোয়াড় এবং ১,০০০ অফিসিয়াল অংশগ্রহণ করবেন এই ইভেন্টে। মোট ৬,৫০০ জনের উপস্থিতিতে পুরো মালদা জেলা জমজমাট হয়ে উঠবে। বেঙ্গল অলিম্পিক আয়োজনের জন্য মালদা জেলায় ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে নতুন মাত্রা দেওয়া হবে।
Facebook Comments Box