গুজরাটের ভাবনগর জেলায় এক অনার কিলিং-এর ঘটনা সামনে এসেছে, যেখানে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ১৯ বছর বয়সী এক তরুণীকে তার বাবা ও কাকা নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ৭ মার্চ দীপক রাঠোর নামে এক ব্যক্তি তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাকে সহায়তা করেন তার ভাই লালজি রাঠোর। হত্যার ঘটনা গোপন রাখতে তারা দ্রুত দাহ সম্পন্ন করে।
তবে গোপনে শেষকৃত্য সম্পন্ন করায় সন্দেহের সৃষ্টি হয়। নিহত তরুণীর মাতৃকুলের আত্মীয়রা বিষয়টি নিয়ে দীপক রাঠোরকে প্রশ্ন করেন। প্রথমে তিনি দাবি করেন যে তার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন, ফলে পরিবার পুলিশকে বিষয়টি জানায় বলে জানান ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মিহির বারাইয়া।
১১ মার্চ নিহত তরুণীর মাতৃকুলের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে এবং দীপক ও লালজি রাঠোরকে হত্যা ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী ৫ মার্চ তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ খবর পেয়ে তার বাবা, যিনি তখন সুরাটে ছিলেন, গ্রামে ফিরে আসেন এবং মেয়েকে ফিরিয়ে আনেন। ৭ মার্চ বাড়িতে তার সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র বিবাদ হয় এবং সেখান থেকেই হত্যার ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে।
এই ঘটনার পর স্থানীয়ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সমাজে অনার কিলিং-এর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।