রাজস্থানের দৌসা জেলার রলওয়াস গ্রামে ২৫ বছর বয়সী এক ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হোলি উৎসবে রঙ মাখতে অস্বীকার করায় তিন ভাই মিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র হনসরাজ মীনা স্থানীয় এক পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তিন ভাই – অশোক, বাবলু ও কালুরাম – তাকে রঙ মাখাতে গেলে হনসরাজ তা প্রত্যাখ্যান করেন। এরপর তারা হনসরাজকে লাথি মারে, বেল্ট দিয়ে মারধর করে এবং এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
লাইব্রেরির সিসিটিভি ফুটেজে ঘটনার মুহূর্তগুলি ধরা পড়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার ও গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বুধবার রাত ১টা পর্যন্ত এই অবরোধ চলতে থাকে।
বিক্ষোভকারীরা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
লালসোটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীনেশ আগরওয়াল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, তবে তারা পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য ছয় সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।