মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় “বেটি বাঁচাও, বেটি পড়াও” কর্মসূচির দশম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি-ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমাহর্তা স্মৃতা মল এম.এস., জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, হেমন্ত দেববর্মণ (পিপি), সিনিয়র অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা যোগেশ রিয়াং এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহকারী পরিচালক প্রমোদ আচার্যী।
অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, যেখানে অতিথিরা সম্মিলিতভাবে অংশ নেন। স্বাগত ভাষণ রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা।
এরপর অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে ঠিক বারোটা নাগাদ শুরু হয় আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্ট। মোট আটটি মহিলা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই টুর্নামেন্টটি মহিলাদের মধ্যে ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত হয়।