লাল কেল্লাকে নিজের সম্পত্তি দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুলতানা বেগম নামে এক মহিলা, যিনি দাবি করেন যে তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধরের স্ত্রী এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের বিধবা। তবে শীর্ষ আদালত সোমবার ওই মামলা খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি ওঠে। আদালত স্পষ্ট জানায়, আবেদনটি গ্রহণযোগ্য নয়। আদালতের কৌতুকপূর্ণ প্রশ্ন ছিল, “শুধু লাল কেল্লা কেন? ফতেপুর সিক্রি বাদ গেল কেন?”
প্রসঙ্গত, এই মামলা প্রথমে দিল্লি হাইকোর্টে ওঠে। একক বেঞ্চে মামলাটি আগেই খারিজ হয়েছিল। পরে প্রায় আড়াই বছর পর সুলতানা বেগম ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন, কিন্তু বিলম্বের কারণে সেখানেও মামলাটি গত ডিসেম্বরে খারিজ হয়। অবশেষে সুপ্রিম কোর্টও একইভাবে মামলার গ্রহণযোগ্যতা না দেখে সেটি বাতিল করে দেয়।