সংবাদ সম্মেলনে ভেঙে পড়লেন মেহবুবা মুফতি, চলমান সংঘর্ষে শিশু হত্যার প্রশ্ন তুললেন
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শুক্রবার শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তানকে চলমান সংঘর্ষের অবসান ঘটিয়ে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই সংঘাত নিরীহ সাধারণ মানুষ ও শিশুদের ধ্বংস এবং দুর্ভোগ ডেকে আনছে।
সংবাদ সম্মেলনে চোখের জলে ভেঙে পড়ে মেহবুবা মুফতি বলেন, “নিরীহ শিশুদের কী দোষ, যে তারা প্রাণ হারাচ্ছে? সীমান্তে যে হতাহতের ঘটনা ঘটছে তা ভীষণই দুর্ভাগ্যজনক। অবিলম্বে সংযম এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজন।”
তিনি সতর্ক করে বলেন, সহিংসতা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে, যা শুধু অঞ্চলেই নয়, সারা বিশ্বে প্রভাব ফেলতে পারে। পুলওয়ামা হামলার পরবর্তী পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, “পুলওয়ামার পর কী হয়েছিল, তা আমাদের সকলেরই জানা। আর এখন, পাহেলগাম সন্ত্রাসী হামলার পরে দুই দেশ একেবারে পূর্ণমাত্রিক যুদ্ধে জড়িয়ে পড়ার মুখে দাঁড়িয়ে।”
মেহবুবা মুফতি সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে জম্মু ও কাশ্মীরের মানুষ। যদি এই উত্তেজনা আরও বাড়ে, তাহলে আমরা বেঁচে থাকবোই বা কে, আর বিজয়ের দাবিদারই বা হবে কে?”
তিনি দুই দেশের কাছে সহিংসতা বন্ধের ও সমস্যার সমাধানের জন্য সংলাপে বসার আবেদন জানিয়ে বলেন, “যুদ্ধ এবং সহিংসতা মানবতার মূল চেতনার পরিপন্থী। সামরিক ব্যবস্থা এই সমস্যার সমাধান নয়, কারণ এটি মূল কারণগুলির সমাধান করে না।”