মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন অন্তত ২৮ জন, আহত হয়েছেন বহু মানুষ। এই মর্মান্তিক ঘটনার ফলে শুধু ভারতের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক মহলেও তীব্র নিন্দা ও শোকের সঞ্চার হয়েছে। এই ঘটনার পর আফগানিস্তানের তালিবান-নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি জারি করে হামলার তীব্র নিন্দা জানায়। মুখপাত্র আবদুল কাহার বালখি এক বিবৃতিতে বলেন, “জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর হামলাকে ইসলামী আমিরাতের পররাষ্ট্র মন্ত্রক তীব্রভাবে নিন্দা জানাচ্ছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। এ ধরনের ঘটনা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।” এই হামলার নিন্দা করেছেন বিশ্বের বহু দেশের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তান, চীন, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র দপ্তরও গভীর শোকপ্রকাশ করেছে এবং ভারতবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে। মুসলিম ওয়ার্ল্ড লিগ এক বিবৃতিতে এই হামলাকে “ভয়ংকর” বলে আখ্যা দিয়ে, নিহতদের আত্মীয়-স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার অনন্তনাগের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (জিএমসি) পরিদর্শন করেন এবং আহতদের সাথে দেখা করেন। একইদিনে তিনি হামলার স্থানেও যান। পর্যটকদের টার্গেট করে চালানো এই নিষ্ঠুর হামলা গোটা কাশ্মীর উপত্যকাকে কাঁপিয়ে দিয়েছে। জনগণের একটাই দাবি—এই ঘটনার দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এবং দ্রুত বিচার হোক এই নির্মম হত্যাকাণ্ডের।
Facebook Comments Box