বিলোনিয়া: নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত ২৭ বছরের যুবককে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া বিশেষ আদালত। পাশাপাশি, অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাবাসের নির্দেশ দেন বিচারক গোবিন্দ দাস।
দোষী সাব্যস্ত যুবকের নাম আব্দুল মকিম, বাড়ি কৈলাশহর এলাকায়। ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় দুই বছরের কারাদণ্ড এবং সিক্স পকসো আইনে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।
ঘটনার বিবরণ
ঘটনাটি ঘটে ২০২২ সালের ১২ জুলাই। ওই দিন নাবালিকা নিখোঁজ হওয়ার পর তার পরিবার বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে মনুবাজার থানায় অভিযোগ দায়ের করে। পরে বিলোনিয়া মহিলা থানার হাতে মামলা হস্তান্তর করা হয়।
পুলিশ তদন্তে নেমে ২০২২ সালের ২৪ জুলাই নাবালিকাকে মনিপুর থেকে উদ্ধার করে এবং অভিযুক্ত আব্দুল মকিমকে গ্রেপ্তার করে। জানা যায়, মনিপুরের একটি হোটেল থেকে নাবালিকা গোপনে পরিবারের কাছে ফোন করে জানায় যে অভিযুক্ত তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। সেই তথ্য পেয়েই মনিপুর পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতের রায়
জবানবন্দিতে নাবালিকা জানায়, অভিযুক্ত তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করেছে। এরপর পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারক গোবিন্দ দাস অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে ২০ বছরের কারাদণ্ডের রায় দেন।
সরকারি পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন বিশেষ পকসো স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।