“কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া দপ্তর “এক দেশ, এক নির্বাচন” চালু করা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষ সমীক্ষা গ্রহণ করছে। এই সমীক্ষায় বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।এই প্রসঙ্গে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কলেজের অধ্যক্ষের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, My Bharat পোর্টালে রেজিস্ট্রেশন করে “বিকশিত ভারত” সম্পর্কে এক মিনিটের ভিডিও আপলোড করার জন্য আগামী ৯ মার্চের মধ্যে ছাত্র-ছাত্রীদের আহ্বান জানানো হয়েছে।”বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫” আয়োজনড. দাস আরও জানান, ১২ ও ১৩ মার্চ সারা দেশে “বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির জন্য ত্রিপুরাকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে, যেখানে দক্ষিণ জোনে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলা অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় সরকার এই জোনের চেয়ারম্যান হিসেবে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাসকে দায়িত্ব দিয়েছে।অনলাইন আবেদন ও প্রস্তুতি সভাতিনি আরও জানান, ইতিমধ্যে দক্ষিণ ও গোমতী জেলার সমস্ত কলেজের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিকদের চিঠি পাঠিয়ে ১৮-২৫ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ জোনে এই কর্মসূচি সফল করতে একটি সংগঠক কমিটি (অরগানাইজিং কমিটি) গঠন করা হয়েছে।আগামী ৬ মার্চ দক্ষিণ জোনের সমস্ত কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পুরো আয়োজনের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানান দক্ষিণ জোনের চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষ ড. মনোরঞ্জন দাস।
Facebook Comments Box