গড়িয়ার আদর্শনগর এলাকায় এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন তরুণ দাস বয়স এবং আশা দাস বয়স ৩৫ বছর। তারা গত ছয় মাস ধরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনেই কর্মরত ছিলেন এবং তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বুধবার দুপুরে তরুণ ও আশা দুজনেই কাজ থেকে ফিরে আসেন। তখন তাঁরা স্বাভাবিক ছিলেন, প্রতিবেশীদের সঙ্গে হাসিখুশি কথা বলেন, আড্ডাও মারেন। তবে কিছুক্ষণ পরই হঠাৎই তরুণ দাসের এক আত্মীয় তাঁকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আর স্ত্রী আশা দাস খাটে শোয়ানো অবস্থায় ছিলেন। পুলিশের অনুমান, আশা দাসের গলায় ক্ষতচিহ্ন ছিল, গাল দিয়ে রক্ত বেরোচ্ছিল, স্বামী প্রথমে স্ত্রীকে খুন করে তারপর আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।