প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে ও জামাইয়ের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, বাঁশ-টিন দিয়ে ঘিরে জমি দখলের চেষ্টা করা হচ্ছে, প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এই বিষয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মণ্ডলের জামাই দেবব্রত মণ্ডল। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায়।কি বলছে অভিযোগকারী পরিবার?অভিযোগ অনুযায়ী, এই অঞ্চলের পরিচিত জমি মাফিয়া পার্থ গোস্বামী ও তার অনুগামীরা জোর করে দেবব্রত মণ্ডলের প্রায় দু’ বিঘে জমি দখল করতে চাইছে। দেবব্রত মণ্ডলের দাবি, তার নামে প্রায় ৪ একর ৪ শতক জমি রয়েছে, যার সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে আছে। কিন্তু সম্প্রতি পার্থ গোস্বামী ও তার দলবল ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ওই জমির একটি বড় অংশ দখল করতে চাইছে। ইতিমধ্যেই জমিতে বাঁশ ও টিন দিয়ে বেআইনি ঘেরা তৈরি করা হয়েছে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।প্রাণ সংশয়ের আশঙ্কায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবব্রত মণ্ডল। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।এর আগেও জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠেছে অভিযোগসূত্রের খবর, এটাই প্রথম নয়—এর আগেও পার্থ গোস্বামী ও তার দলবলের বিরুদ্ধে একই ধরনের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, গত কয়েক বছর ধরে এই অঞ্চলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে, জোরপূর্বক জমি দখল ও পরে তা অন্যত্র বিক্রি করার ঘটনা ঘটছে বারবার। কিন্তু আশ্চর্যের বিষয়, এত অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে।প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নপ্রাক্তন বিধায়কের পরিবার মনে করছে, যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে এই ধরনের জমি দখলের প্রবণতা আরও বাড়বে। দেবব্রত মণ্ডল ও তার পরিবার এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন—এই ঘটনার বিরুদ্ধে কী কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার বিষয়।এদিকে, একজন শাসক দলের প্রাক্তন বিধায়কের পরিবারের জমি দখলের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। যদি প্রশাসন জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও অনেক নিরীহ মানুষ জমি দখলের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।এবার প্রশাসন কী পদক্ষেপ নেয়?এখন দেখার বিষয়, জমি মাফিয়াদের এই বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং জমির প্রকৃত মালিকদের ন্যায়বিচার নিশ্চিত হয় কিনা। নাকি আগের মতোই অপরাধীরা শাস্তি এড়িয়ে যাবে?—এই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে।
Facebook Comments Box