মালদা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
অভিযুক্ত ব্যক্তি তৃণমূল থেকে নির্বাচিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অর্চনা মন্ডলের ছেলে অচিন মন্ডল। জানা গেছে, অচিন মন্ডল ১০০ দিনের কাজের সুপারভাইজার হিসেবে কাজ করে। সম্প্রতি আবাস যোজনার ঘর বরাদ্দের নাম করে ওই গ্রামে এক বাড়িতে ঢোকে সে। এরপর সেখানে এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের চেষ্টা চালায় বলে অভিযোগ।
নির্যাতিতা নাবালিকা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, সেই সুযোগে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত অচিন মন্ডল। তার মা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য অর্চনা মন্ডল দাবি করেছেন, তার ছেলে নির্দোষ। তবে জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিজেপি এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।