স্বর্ণ পাচার মামলায় গ্রেফতার হওয়া কন্নড় অভিনেত্রী রানিয়া রাও সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক বাসানগৌড়া পাতিল যাতনালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৭৯-এর আওতায় এই মামলা নথিভুক্ত হয়েছে। অভিযোগ অনুযায়ী, যাতনাল নারীদের মর্যাদাহানিকর মন্তব্য করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত বিধায়ক সোমবার বিজয়পুরায় সাংবাদিকদের সামনে রানিয়া রাও সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।

তিনি বলেন,
“ওনার শরীরে সর্বত্র সোনা ছিল, যেখানে যেখানে গর্ত ছিল, সেখানে সোনা লুকিয়ে তিনি পাচার করেছেন।”

অভিযোগকারিণী অকুলা অনুরাধা দাবি করেছেন যে, বিধায়কের মন্তব্য “অশ্লীল, অবমাননাকর ও নারীর মর্যাদাহানিকর” এবং তিনি রানিয়া রাও-কে একজন “সম্মানিত বহু-ভাষার অভিনেত্রী” হিসেবে উল্লেখ করেছেন।

তবে পরবর্তী এক বিবৃতিতে যাতনাল দাবি করেন যে, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তিনি বলেন,
“আমি শুধু বলতে চেয়েছিলাম, রানিয়া রাও সোনা এমনভাবে লুকিয়েছিলেন যাতে কাস্টমস ও নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে পারেন। কিছু লোক বিষয়টিকে অযথা বিতর্কিত করার চেষ্টা করছে।”

রানিয়া রাও, যিনি কর্ণাটকের ডিজিপি কে. রামচন্দ্র রাও-এর সৎকন্যা, তাঁকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে গ্রেফতার করা হয়।

তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়।

ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI) পরবর্তীতে বেঙ্গালুরুর তার বাসভবন থেকে ২.০৬ কোটি টাকার স্বর্ণালংকার এবং ২.৬৭ কোটি নগদ উদ্ধার করেছে।

এই ঘটনায় তদন্ত চলছে এবং বিধায়ক যাতনালের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply