বন্যপ্রাণী পাচার রুখতে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB) ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ অভিযানে বড় সাফল্য।কলকাতার হাজরা মোড় থেকে চারটি হাতির দাঁত-সহ ধরা পড়ল চারজন পাচারকারী।সূত্রের খবর:ধৃতরা ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দা।দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীর দেহাংশ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল।গোয়েন্দারা ক্রেতা সেজে অভিযুক্তদের ফাঁদে ফেলে হাতেনাতে ধরে ফেলে।বন্যপ্রাণী সুরক্ষা আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এখন তদন্ত চলছে, এই পাচার চক্রের পিছনে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন।
Facebook Comments Box