আসন্ন রামনবমী উপলক্ষে শহরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তিনি জানান, পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং এ বিষয়ে একাধিক বৈঠকও হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর কলকাতা পুলিশ আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। নগরপাল জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

তীব্র গরম ও দাবদাহের কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশের ডিউটির সময়সীমা ৬ ঘণ্টা করা হয়েছে। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কলকাতা ট্রাফিক পুলিশের ৫৫৭ জন কর্মীর হাতে সামার কিট তুলে দেন নগরপাল।

নগরপাল বলেন, “গরম প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তাই গ্রীষ্মকালে তাদের ডিউটির সময়সীমা ৬ ঘণ্টা করে দেওয়া হয়েছে।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে নগরপাল বলেন, “এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, আরও কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের দফায় দফায় ডাকা হবে।”

এই সামার কিটের মধ্যে রয়েছে: জলের বোতল, ওআরএস, সানগ্লাস, ছাতা

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল পাসপোর্ট তৈরি করার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। নগরপালের বক্তব্য অনুযায়ী, “তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই বিদেশে পালিয়ে গিয়েছে। তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং গরমে ট্রাফিক পুলিশের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ, জানালেন নগরপাল মনোজ ভার্মা।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply