সালানপুর ব্লকের বনজেমারী রেললাইনের পাশের বাসিন্দা মনিলাল হেমরম সিলিকোসিস রোগে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল হাসপাতালে গিয়ে মনিলাল হেমরমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি জানান, মনিলাল বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন, এবং তার পরিবারের সদস্যরা অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন।

শ্রমিকদের সুরক্ষা নেই, বাড়ছে রোগের প্রকোপ

বিধায়িকা আরও অভিযোগ করেন যে সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলে বেশ কয়েকটি ক্রাশার ও সিরামিক কারখানা থেকে বিপুল পরিমাণে বাতাসে দূষণ ছড়াচ্ছে। এতে এলাকার গরিব শ্রমিকরা সিলিকোসিসসহ নানা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “শ্রমিকদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। তারা মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছাড়াই কাজ করতে বাধ্য হন। ফলে রোগ ছড়িয়ে পড়ছে। অথচ সরকারি আধিকারিকরা পরিদর্শনে গেলে কারখানার মালিকরা আগে থেকেই সতর্ক হয়ে যান। শ্রমিকদের সেই সময় কাজে আসতে পর্যন্ত দেওয়া হয় না।

ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন

বিধায়িকা জানান, অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালে সিলিকোসিস রোগ চিহ্নিত করা হলে রোগীদের ক্ষতিপূরণ পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। তাই বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করতে হচ্ছে

তবে আন্দোলনের ফলে স্বাস্থ্য দপ্তরের তরফে বেশ কয়েকজন রোগীকে সিলিকোসিস রোগীর আই-কার্ড প্রদান করা হয়েছে। কিন্তু বিধায়িকার মতে, যতদিন না কারখানাগুলোর দূষণ নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন এই রোগের প্রকোপ বাড়তেই থাকবে


Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply