কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালালো দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দু-তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়, যার জেরে গুরুতর আহত হন তৃণমূল নেতা বিকাশ সিং।
এছাড়া এই গুলির ঘটনার শিকার হন আরেক ব্যক্তি, সন্তু দাস। আজাদ হিন্দ নগরের বাসিন্দা সন্তু দাস তার স্ত্রীকে নিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। গুলিবিদ্ধ তৃণমূল নেতা পালানোর সময় একটি গুলি সন্তু দাসের কোমরে লাগে, যার ফলে তিনিও আহত হন।
স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাশ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে সন্তু দাস প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান।
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার পর আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।