সোমবার, বিরোধী নেতা রাহুল গান্ধী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ভারতের শিক্ষাব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ পায়, তবে দেশ “ধ্বংস হয়ে যাবে।” জন্তর মন্তরে INDIA ব্লকের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোর আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গান্ধী বলেন, তাদের আদর্শগত পার্থক্য থাকতে পারে, তবে শিক্ষাব্যবস্থার প্রশ্নে তারা কখনো আপস করবে না। গান্ধী বলেন, “একটি সংগঠন এই দেশের ভবিষ্যৎ এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সেই সংগঠনের নাম হলো RSS। যদি শিক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণ তাদের হাতে যায়, তবে এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেউ চাকরি পাবে না, আর দেশ শেষ হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন যে, RSS-এর প্রভাব ক্রমশ বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে। তিনি বলেন, “ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের (VC) মধ্যে RSS-এর আধিপত্য বাড়ছে। আগামী দিনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা RSS-এর সুপারিশে নিয়োগ পাবেন। আমাদের এটা থামাতে হবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে গান্ধী বলেন, সংসদে মোদি মহাকুম্ভ নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থা নিয়ে একটি কথাও বলেননি। গান্ধী অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেন না। তাদের মডেল হলো সমস্ত সম্পদ আদানি এবং আম্বানির হাতে তুলে দেওয়া এবং প্রতিষ্ঠানগুলো RSS-এর হাতে সঁপে দেওয়া।” ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-এর খসড়া নিয়মাবলীর বিরুদ্ধে পূর্বে সংগঠিত একটি প্রতিবাদ উল্লেখ করে গান্ধী অভিযোগ করেন, UGC RSS-এর একমাত্র জাতীয় পরিচয় চাপানোর এজেন্ডা এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব এবং RSS-কে প্রতিহত করব।” রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে শিক্ষাব্যবস্থা ও RSS-এর ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply