গঙ্গাসাগর: রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোটের আগে ভুয়ো ভোটারের ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তরজা।এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।মন্ত্রী নিজেই বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার লিস্ট স্ক্রুটিনি করতেসাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেবআবাদসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও স্থানীয় মন্ত্রী।এদিন ৫৯ নম্বর বুথের ভোটার তালিকায় রাজু সেখ নামে এক ব্যক্তির নাম দেখে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী। তার দাবি, এই নামে ওই এলাকায় কেউ নেই, এটি ভুয়ো ভোটার।বিরোধীদের অভিযোগ খারিজ করলেন মন্ত্রীবিজেপির অভিযোগ: সাগর বিধানসভায় ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর, মৃতদের নাম রেখে ভোটে জিতেছে তৃণমূল।মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পাল্টা দাবি:এই অভিযোগ ভিত্তিহীন, বিরোধীদের জনসংযোগ নেই বলেই এমন মিথ্যা প্রচার চালাচ্ছে।২০২৫ সালের নতুন ভোটার তালিকা অনুযায়ী মৃতদের নাম বাদ পড়েছে। পুরনো তালিকা ধরে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে।সাগর বিধানসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, কখনো বুথ দখল বা অশান্তি হয়নি।ভুয়ো ভোটার চিহ্নিত করতে বিশেষ অভিযানসাগর বিধানসভার প্রতিটি এলাকায় ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। এখন দেখার, এই ইস্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কতদূর গড়ায় এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়।
Facebook Comments Box