আশ্চর্যজনক এবং বিরল এক ঘটনার সাক্ষী হল জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের পূর্বধলাবাড়ি গ্রাম। এখানকার বাসিন্দা ফুজলুল হকের ছাগল এক অদ্ভুত ছাগলছানার জন্ম দিয়েছে, যার কপালে দুটি চোখ এবং অত্যন্ত লম্বা জিভ রয়েছে!

খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন এই আজব ছাগলছানাকে দেখতে। প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান,
“এমন বিরল ঘটনা আগে কখনো দেখিনি। প্রথমবার দেখলাম ছাগলছানার মুখ অনেকটা মানুষের মতো! কপালে দুটি চোখ! এটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি।”

বর্তমানে ছাগলছানাটি জীবিত রয়েছে, এবং ফুজলুল হক ও তার পরিবার তাকে যত্ন সহকারে দুধ খাওয়াচ্ছেন, যেন বেঁচে থাকে। তবে পশু চিকিৎসকরা মনে করছেন, এটি জেনেটিক মিউটেশনের ফল।

এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে পুরো গ্রাম এখন কৌতূহলী এবং চাঞ্চল্যপূর্ণ পরিবেশে মোড়া।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply