দক্ষিণ ২৪ পরগনা: জমি সংক্রান্ত বিবাদ চরমে পৌঁছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দক্ষিণ হরিনডাঙা এলাকায় দুই পরিবারের মধ্যে হাতাহাতি ও পরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। এই ঘটনায় গোটা এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লপ্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে দুই পরিবারের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। এরপর একটি পক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই আগুনে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে।ভস্মীভূত তিনটি বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতিআগুনে পুড়ে ছাই হয়ে যায়:তিনটি বাড়ি, রান্নাঘর ও গোয়ালঘরনগদ টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রীদুটি বাইক ও একটি সাইকেলগুরুত্বপূর্ণ নথিপত্রদমকল দেরিতে পৌঁছনোয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেদমকলকে খবর দেওয়া হলেও দূরত্ব ও রাস্তার সমস্যার কারণে তিন ঘণ্টা পরও দমকল ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।প্রশাসনের হস্তক্ষেপ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনীখবর পেয়েই ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।তদন্ত শুরু, অভিযুক্তদের খোঁজে পুলিশপুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Facebook Comments Box