পশ্চিম বর্ধমানের আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহায় পুকুর বুজিয়ে বেআইনী নির্মাণ চলছিল দীর্ঘদিন ধরে। এই ঘটনার ভিত্তিতে অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে বেআইনী নির্মাণ ভেঙে ফেলা হয়। আধিকারিকরা জানান, পুকুর ভরাট করে বেআইনী নির্মাণ চালানোর চেষ্টা হচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে পরিবেশ রক্ষার কাজ সম্ভব হয়েছে। পুকুর বুজিয়ে বেআইনী নির্মাণ রুখতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
Facebook Comments Box