বিন্নাগুড়ি চা বাগানে অবশেষে ধরা পড়ল আতঙ্কের কারণ সেই চিতাবাঘ। কয়েকদিন আগে চিতাবাঘের হামলায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। এরপর থেকেই আতঙ্কে ছিলেন বাগানের শ্রমিকরা। চিতাবাঘটিকে ধরতে বন দপ্তরের উদ্যোগে চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়, আর শনিবার সকালে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।

সকালে বাগানে কাজে আসার পর শ্রমিকদের নজরে আসে চিতাবাঘ বন্দির ঘটনা। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝামাঝি এলাকায় খাঁচার ভেতর ফাঁদে পড়ে থাকা চিতাবাঘটিকে দেখে তারা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখাকে জানানো হলে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।

এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেলেন চা বাগানের শ্রমিকরা, তবে তারা বন দপ্তরের কাছে আবেদন করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণীহানির ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply