মালদা: নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন এলাকার বাসিন্দারা। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেছেন তাঁরা।
মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, সরকারি নিয়ম মেনে ও যথাযথ মান বজায় রেখে রাস্তার কাজ করতে হবে।
জানা গেছে, জেলা পরিষদের বরাদ্দ করা প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় কংক্রিট ঢালাই রাস্তার কাজ চলছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, সরকারি সিডিউল তো মানা হচ্ছেই না, উপরন্তু কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অভিযোগ, ঠিকাদারের লোকজনকে সঠিকভাবে কাজ করতে বললে তাঁরা উল্টে হুমকি দিচ্ছেন।
ফলে সঠিক কাজের দাবিতে একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, সরকারি নিয়ম মেনে এবং উন্নত মানের সামগ্রী ব্যবহার করেই কাজ সম্পন্ন করতে হবে।