মালদা:রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদার। দুষ্কৃতির ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের। আহত দুইজন। মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকার সেকেন্দারপুরের ঘটনা। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। পুলিশের নিক্সিয়তার অভিযোগ। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বেশকিছু দিন ধরে এলাকায় দুষ্কৃতিদের উপদ্রব বেড়েছে। ইংরেজবাজার থানায় বিষয়টি জানানোর পরও পুলিশ কোন নিরাপত্তার ব্যবস্থা করে নি। তাই এলাকার যুবকের রাত পাহারার ব্যবস্থা করে। গতকালও এলাকার যুবক শিবু মন্ডল(২৭),সূর্য মন্ডল(১৫) সহ আরো অনেকে রাত পাহারা দিচ্ছিল। সেই সময় (আনুমানিক সময় রাত ১টা)রাতের অন্ধকারে এক দুষ্কৃতিদল নজরে পড়ে। তাদের জেরা করতেই দুষ্কৃতিরা ধারালো অস্ত্রের কোপ মারে রাত পাহারায় থাকা যুবকদের। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা। এর মধ্যেই দুষ্কৃতিরা চম্পট দেয় এলাকা থেকে। রাত পাহারার যুবকদের চিৎকারে গ্রামবাসীরা বাড়ি থেকে বেড়িয়ে আসে। আহত রাত পাহারাদারদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেডিকাল কলেজ হাসপাতালের কর্ত্যব্যরত চিকিৎসক শিবু মন্ডলকে মৃত বলে ঘোষনা করে। আহত সূর্য্য মন্ডল গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে রাতে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুষ্কৃতিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশের নিক্সিয়তার অভিযোগ তুলে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের।
Facebook Comments Box