ফের গুলির শব্দে কেঁপে উঠল মালদা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর দুই দফা গুলি চলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তি

ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায়। ঘটনার পরপরই পুলিশ চারজনকে আটক করেছে, তবে মূল অভিযুক্ত উত্তম মন্ডল এখনও পলাতক

জানা গেছে, হোলির রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন। তখনই তিনি দেখতে পান, একদল যুবক বচসায় লিপ্ত। কী হয়েছে জিজ্ঞেস করতেই বিপদ নেমে আসে তার ওপর

অভিযোগ, হঠাৎ বন্দুক বের করে উত্তম মন্ডল পরপর দুই দফা গুলি চালায়। এক দফা গুলি বিপ্লব ঘোষের বাঁ হাতে লাগে

এই ঘটনার পর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করছেন, বহিরাগতদের আনাগোনা বেড়েছে, রাত হলেই নেশার আসর বসছে

এক বাসিন্দা বলেন, “আমরা আতঙ্কে আছি। প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।”

পুলিশ জানিয়েছে, চারজনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্ত উত্তম মন্ডলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

এলাকাবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলদারি বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

তবে এই ধরনের গুলি চালনার ঘটনা এলাকায় আগে ঘটেনি। তাই এই প্রথমবারের এমন ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply