আলিপুরদুয়ার: শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অর্থনৈতিক সংকট—কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি হরিমোহন রায়কে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর অঞ্চলের বানিয়াপাড়া গ্রামের এই বাসিন্দা নিজের অসীম মানবিকতা ও আত্মত্যাগের জন্য পরিচিত হয়ে উঠেছেন গোটা এলাকায়।

৫৪ বার রক্তদান করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। তার এই নিঃস্বার্থ সেবার জন্য স্থানীয়রা ভালোবেসে তাঁকে “মিনি ব্লাড ব্যাংক” বলে ডাকেন।

সংগ্রামী জীবন, তবুও মানবসেবা

পেশায় দিনমজুর হরিমোহন রায়ের জীবন সহজ নয়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলায় সমস্যা হয়, তবুও কৃষিকাজসহ বিভিন্ন পরিশ্রমী কাজে নিজেকে যুক্ত রেখেছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাবের সংসার চালানো তাঁর কাছে প্রতিদিনের চ্যালেঞ্জ।

কিন্তু এ সমস্ত প্রতিকূলতার মাঝেও মানবসেবার ব্রত থেকে একদিনের জন্যও পিছু হটেননি তিনি। যখনই কোনো রোগীর রক্তের প্রয়োজন হয়, নিজের কাজ ফেলে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সমাজের অনুপ্রেরণা

হরিমোহন রায়ের এই মহানুভবতা সমাজের সর্বস্তরের মানুষের মন ছুঁয়ে গেছে। তাঁর উদ্যোগকে কুর্নিশ জানিয়ে স্থানীয়রা বলেন,
“মানবতার প্রকৃত উদাহরণ হলেন হরিমোহন রায়। তাঁর মতো মানুষরা সমাজের আলোকবর্তিকা।”

মানবতার প্রতি এই নিঃস্বার্থ সেবার দৃষ্টান্ত হয়ে থাকবেন হরিমোহন রায়, যার গল্প ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply