আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মল্লারপুরের তিন বিশিষ্ট নারীকে সংবর্ধনা দেওয়া হলো ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ৭ মার্চ ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়।প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তবে চলতি বছরে ৮ মার্চ শনিবার হওয়ায়, সরকারি অফিস ছুটির কারণে একদিন আগেই এই কর্মসূচি পালন করা হয়। ময়ূরেশ্বর ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে মল্লারপুর এলাকার বহু মহিলা অংশ নেন। দুপুর ২:৩০ নাগাদ উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের ওপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।বিশেষ তিন নারীর সংবর্ধনাএই বিশেষ আয়োজনে মল্লারপুরের তিন জন বিশিষ্ট নারীকে বিশেষ সম্মান প্রদান করা হয়। সমাজে তাঁদের অবদানের জন্য সংবর্ধিত করা হয় ময়ূরেশ্বর ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।নারী দিবস উদযাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মহিলারা। তাঁরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply