পাত্রসায়ের, বাঁকুড়া: আবারও কাটমানি বিতর্কে তৃণমূল কংগ্রেস! বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামে আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা তুষার কান্তি মুখার্জির বিরুদ্ধে।

অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হাতে পেতেই উপভোক্তা লাল্টু বাগদীর বাড়িতে যান ওই তৃণমূল নেতা এবং দশ হাজার টাকা দাবি করেন। উপভোক্তা বাধ্য হয়ে তাকে ৫০০০ টাকা দেন। লাল্টুর অভিযোগ, ওই নেতা বলেন, “সকলের কাছ থেকেই ৫০০০ টাকা করে নেওয়া হয়েছে, তাই তাকেও দিতে হবে।”

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা তুষার কান্তি মুখার্জি। তিনি দাবি করেছেন, “এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বরং উপভোক্তাদের বোঝাচ্ছি, যেন তারা কাউকে টাকা না দেয়।”

এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কটাক্ষ করে বলেন, “তৃণমূলের নেতা টাকা নেবে না, এটা হতেই পারে না! যারা টাকা দিয়ে এসেছে, তারা পদ পেয়েছে। এখন যারা টাকা নিচ্ছে, তারা আগামী দিনে পদ পাবে।”

তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। যদি কোনও তৃণমূল নেতা এই কাজ করে থাকেন, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলগতভাবে অভিযোগ প্রমাণিত হলে, দল থেকেও ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply