রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটোতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় টোটো চালকের মর্মান্তিক মৃত্যু হলো, আহত হলেন দুই যাত্রী। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১ ব্লকের সামসী ঘাসিরাম মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে একটি টোটো সামসী ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় সামসী ৪২০ মোড় থেকে একটি ট্রাক্টর ঘাসিরাম মোড়ের দিকে আসছিল। কিন্তু মোড়ের কাছে আসতেই ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাক্টরটি সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোটিকে ধাক্কা মারে।
ভয়াবহ ধাক্কায় টোটো চালক ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া, গুরুতর আহত হন টোটোর দুই যাত্রী।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয়
- মৃত টোটো চালকের নাম: ইশা আলি (৫০)
- বাড়ি: রতুয়া-২ ব্লকের কুমারগঞ্জ এলাকা
- আহত দুই যাত্রী:
- লক্ষ্মী মাঝি (৪০), বাড়ি সামসীর কান্ডারণ এলাকা
- জাক্কার হোসেন (৫০), বাড়ি রতুয়া-২ ব্লকের লক্ষ্মীপুর এলাকা
ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি, ঘাতক ট্রাক্টর ও দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিককালে এই এলাকায় বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্য বেড়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।