ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। এরই মধ্যে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আন্দোলন যদি ‘শাহীন বাগ’-এর পথে এগোয়, তবে ‘জালিয়ানওয়ালা বাগ’-এর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
AIMPLB দাবি করেছে, পার্লামেন্ট যদি ওয়াকফ সংশোধনী বিল পাশ করে, তবে দেশজুড়ে আরেকটি ‘শাহীন বাগ’-এর মতো বিক্ষোভ হবে। উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লির শাহীন বাগ ছিল সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিবাদের কেন্দ্রস্থল।
এই প্রসঙ্গে মঙ্গলবার IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিরুপম বলেন, ওয়াকফ সংশোধনী বিলটির উদ্দেশ্য সমস্যার সমাধান করা, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করা নয়। তার দাবি, যদি কারও আপত্তি থাকে, তবে তা আদালতে তোলা উচিত, রাজনৈতিকভাবে বিরোধিতা করা ঠিক নয়।
তিনি বলেন, “যদি বিশেষ কোনও গোষ্ঠী শাহীন বাগের মতো আন্দোলনের হুমকি দিয়ে বিশেষ সুবিধা আদায় করতে চায়, তবে তাদের মনে রাখা উচিত, এর ফলাফল জালিয়ানওয়ালা বাগের মতোও হতে পারে।”
প্রসঙ্গত, ১৯১৯ সালের ১৩ এপ্রিল, ব্রিটিশ সেনাধিনায়ক জেনারেল ডায়ারের নির্দেশে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। সেই ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান। ব্রিটিশ সরকারের রাওলাট অ্যাক্ট এবং দুই স্বাধীনতা সংগ্রামী ডঃ সাইফুদ্দিন কিচলু ও ডঃ সত্য পালকে গ্রেপ্তারের প্রতিবাদেই সেই জমায়েত হয়েছিল। এই হত্যাকাণ্ডই পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে।