ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা ঘোষণা করেছে, লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং অ্যাডেন উপসাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

হুথি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল গাজার প্রবেশপথ পুনরায় চালু না করা পর্যন্ত এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, “যে কোনো ইসরায়েলি জাহাজ নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করলে তা হামলার লক্ষ্যবস্তু হবে।”

এর আগে জানুয়ারি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরে হুথিরা তাদের সামরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল। তবে গত শুক্রবার হুথিরা ইসরায়েলকে চূড়ান্ত সতর্কতা দিয়েছিল যে, চার দিনের মধ্যে গাজার অবরোধ প্রত্যাহার না করা হলে তারা পুনরায় হামলা শুরু করবে।

এদিকে, ২ মার্চ থেকে পরপর ১০ দিন গাজায় মানবিক ও বাণিজ্যিক সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে সেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি এক বিবৃতিতে বলেছেন, “গাজায় মানবিক সহায়তা দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য জীবনরক্ষার একমাত্র উপায়। টানা কয়েক মাস তারা অকল্পনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে।”

মানবিক সহায়তা অবিলম্বে চালু করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এই সহায়তা বিলম্বিত হলে যুদ্ধবিরতির সময় যে সামান্য অগ্রগতি হয়েছিল, তাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে।”

বিশ্ব খাদ্য সংস্থা (WFP) ৯ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে, “মানবিক সহায়তার বাধাহীন প্রবাহ নিশ্চিত না হলে বহু পরিবার বেঁচে থাকার শেষ সুযোগটুকুও হারাবে।”

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply